নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না

নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত জানিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে অনুষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে তিনি এ ক্ষমা প্রার্থনা করেন। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে, শেখ হাসিনার পক্ষে মামলায় যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করলেও আদালতে সময়মতো উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার প্রতি অসন্তোষ প্রকাশ করে এবং তাকে দ্রুত উপস্থিত হতে নির্দেশ দেয়।

শতাধিক সময় পর, মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে জেড আই খান পান্না তার ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। এছাড়াও ঘোষণা করেন, তিনি শেখ হাসিনার পক্ষে আর মামলা লড়বেন না। এর ফলস্বরূপ, ট্রাইব্যুনাল আমীর হোসেনকে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দেয়।

এ ঘটনায় আরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসবে, যা পরবর্তী সময়ে প্রকাশিত হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email