একতরফা তেলবৃদ্ধিতে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার-বাণিজ্য উপদেষ্টা

একতরফা তেলবৃদ্ধিতে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার-বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়া একতরফাভাবে ভোজ্যতেলের দাম বাড়ানোয় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যবসায়ীরা যদি শাস্তিযোগ্য অপরাধ করে থাকেন, অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যে আইনি ক্ষমতা আছে, তা প্রয়োগ করা হবে।

তিনি জানান, ভোজ্যতেলের মূল্য বাড়ানোর সিদ্ধান্ত সম্পর্কে সরকার অবগত ছিল না। আগেও ব্যবসায়ীরা দাম বাড়ানোর চেষ্টা করলে সরকার তা মেনে নেয়নি এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছিল। তিনি আরও বলেন, যৌক্তিক কারণ থাকলে সরকার আলোচনা করবে, তবে আইনভঙ্গের বিষয়ে ছাড় দেওয়া হবে না।

ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি না এমন প্রশ্নে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণ রয়েছে, এবং সেটি সরকারের পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠবে।

এদিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান মনে করেন, সরকারের সঙ্গে আলোচনা না করে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়িয়ে আইন লঙ্ঘন করেছেন। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং বাজার তদারকি বাড়ানোর ওপর জোর দেন।

সম্প্রতি কোনো ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের খুচরা দাম বাড়ানো হয়েছে। বোতলজাত প্রতি লিটারে ৯ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৯৮ টাকায়, যা আগে ছিল ১৮৯ টাকা। পাঁচ লিটারের বোতলের নতুন দাম ৯৬৫ টাকা, পূর্বে ছিল ৯২২ টাকা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email