খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিএমইউজে’র দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিএমইউজে'র দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টায় সিএমইউজে মিলনায়তনে সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ শাহ নওয়াজের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে পবিত্র কোরআন খতম করেন ১০ জন আলেম।

খতমে কোরআন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তাফা নঈম, সিএমইউজের সাধারণ সম্পাদক ও ইংরেজি দৈনিক ডেইলি টাইমস অব বাংলাদেশ’র ডিভিশনাল এডিটর সালেহ নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাব নির্বাহী কমিটির সদস্য ও বৈশাখী টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ, সিএমইউজে র কোষাধ্যক্ষ ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান মজুমদার নাজিম উদ্দিন, সিএমইউজে’র সিনিয়র সদস্য আমিনুল ইসলাম, মাহবুবুল মাওলা রিপন, শহীদুল ইসলাম, দৈনিক দিনকালের ব্যুরো প্রধান হাসান মুকুল প্রমুখ।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিকরা বলেন, দেশের গণমাধ্যমের উন্নয়ন, সাংবাদিক সমাজের কল্যাণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান চট্টগ্রামের সাংবাদিক সমাজ চিরদিন স্মরণ করবে।

দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email