
চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিঃ যূগ্ম সম্পাদক মোশাররফ হোসেন এর বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে।
আজ ৪ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নিদের্শক্রমে কেন্দ্রীয় যুবদলের সহ দফতর সম্পাদক মিনহাজৃল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ বহিস্কার আদের্শ প্রত্যাহার করা হয়। এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিঃ যূগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে স্ব পদে বহাল করা হলে তার কর্মী সমর্থক শুকরিয়া আদায়ের পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় যুবদলের প্রতি কৃর্তজ্ঞতা প্রকাশ করে বলেন, একজন দলের ত্যাগী,নিবেদিত, পরিশ্রমি,ভিন্ন কৌশলে কর্মকান্ড পরিচালনাকারী নেতাকে তার সম্মান ফিরিয়ে দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে মোশাররফ ভাইয়ের নেতৃত্ব যুবদল সুশৃঙ্খলভাবে আরো শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।








