বিজিবি জনকল্যাণমূলক কর্মসূচী

বিজিবি জনকল্যাণমূলক কর্মসূচী

 

অদ্য ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে এবং বিজিবি জনকল্যাণমূলক কর্মসূচীর আওতায় পানছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ লোগাং বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার শান্তিনগর বেসরকারী প্রাথমিক বিদ্যালয়, ত্রিপুরা পাড়া এলাকায় ০২টি টিউবওয়েল ও মগপাড়া এলাকার ০৫ জন গরীব ও অসহায় কৃষকের মাঝে ০৫টি কৃষি উপকরণ (স্প্রে মেশিন) বিতরণ এবং লোগাং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আন্জু কারবারী পাড়া শ্মশানখোলায় অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম(সেবা) আর্থিক অনুদান প্রদান করেন। উল্লেখ্য, উক্ত বিবিধ সামগ্রী বিতরণ এবং আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে অধিনায়ক উপস্থিত সকলকে আশ্বস্থ করেন।

এছাড়াও অত্র ব্যাটালিয়নের অধিনায়ক এর সভাপতিত্বে লোগাং বিওপি’র দায়িত্বপূর্ণ আন্জু কারবারী পাড়া এলাকায় স্থানীয় হেডম্যান, কারবারী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অধিনায়ক এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email