বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত লন্ডন ব্রিজ হাসপাতাল

বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রস্তুত লন্ডন ব্রিজ হাসপাতাল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তার চিকিৎসা ব্যবস্থাপনার পুরো দায়িত্ব সরাসরি তত্ত্বাবধান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। এ লক্ষ্যে লন্ডনের সুপরিচিত লন্ডন ব্রিজ হাসপাতালকে প্রস্তুত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশে গিয়ে বেগম জিয়ার শারীরিক অবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করা বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল ইতোমধ্যে লন্ডন ব্রিজ হাসপাতালে তাঁর প্র্যাকটিস চালিয়ে আসছেন। তাঁর পরামর্শ ও পেশাগত মূল্যায়নের ভিত্তিতেই এই হাসপাতালকে বেগম জিয়ার চিকিৎসার জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে।

প্রফেসর ডা. রিচার্ড বিয়েল আন্তর্জাতিক অঙ্গনে স্বনামধন্য আইসিইউ বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বেগম জিয়ার চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন। তাঁর উপস্থিতি এবং হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা সুবিধার কারণে লন্ডন ব্রিজ হাসপাতালকে সর্বোত্তম বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে।

লন্ডন ব্রিজ হাসপাতাল যুক্তরাজ্যের অন্যতম আধুনিক চিকিৎসাকেন্দ্র, বিশেষ করে আন্তর্জাতিক রোগীসেবায় এর সুনাম দীর্ঘদিনের। এইচসিএ হেলথকেয়ার ইউকের অধীনে পরিচালিত হাসপাতালটি কেয়ার কোয়ালিটি কমিশন থেকে ‘অসাধারণ’ রেটিং পাওয়া অল্প কয়েকটি বেসরকারি হাসপাতালের মধ্যে একটি। টেমস নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই প্রতিষ্ঠান জটিল এবং বহু রোগের সমন্বিত চিকিৎসায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

হাসপাতালটির লেভেল-৩ আইসিইউ যুক্তরাজ্যের বেসরকারি চিকিৎসা খাতের অন্যতম উন্নত ইউনিট হিসেবে পরিচিত। এখানে ২৪ ঘণ্টা অনসাইট কনসালট্যান্ট উপস্থিত থাকেন এবং একাধিক অঙ্গ বিকল হওয়ার ঝুঁকিতে থাকা রোগীদের জন্য উচ্চমানের লাইফ-সাপোর্ট প্রযুক্তি ব্যবহৃত হয়। ভেন্টিলেশন, উন্নত মনিটরিং এবং আইসিইউনির্ভর বিশেষায়িত সেবার সমন্বয়ে লন্ডন ব্রিজ হাসপাতাল আন্তর্জাতিক রোগীদের অন্যতম প্রধান গন্তব্য হয়ে উঠেছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email