
রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েক দিন ধরে অপরিবর্তিত রয়েছে। তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন, যা পরোক্ষভাবে উন্নতির সংকেত হিসেবে ধরা হচ্ছে। চিকিৎসকেরা আশাবাদী, যদি শারীরিক অবস্থার পুনরায় অবনতি না ঘটে, তিনি সুস্থ হয়ে উঠবেন।
চিকিৎসকদের মতে, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা চলছে। সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও দেশে এসে হাসপাতালের চিকিৎসক দলের সঙ্গে সরাসরি আলোচনা করে তার চিকিৎসা তদারকি করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত থাকায় বর্তমান অবস্থায় রোগীর কোনো ঝুঁকি নেই।
বিদেশে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও তার শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করবে দীর্ঘ যাত্রা নিরাপদ হবে কি না। গত সপ্তাহে এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে ফ্লাইটে বিলম্ব হয়েছিল।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা জটিলতায় ভুগছেন। তার শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনে বিদেশে চিকিৎসা দেওয়া হবে। দেশের চিকিৎসক দল ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা একযোগে তার চিকিৎসায় কাজ করছেন।






