
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণের কারণে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে এসব প্রতিষ্ঠান পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।
রোববার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, তবে পথে নানা বাধা রয়েছে। একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম।
ফখরুল বলেন, আমরা ধর্মভীরু মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার হুমকির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তরুণ সমাজের মানসিকতার পরিবর্তনের কথাও উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের চিন্তা সকলের মধ্যে এসেছে এবং পুরানো রাষ্ট্র কাঠামো আর কার্যকর নয়। তিনি বিএনপিকে নতুন চিন্তার আলোকে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।
বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসা বিষয়েও জানিয়েছেন, তার চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারেক রহমান নিজে তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তার চিকিৎসা নিশ্চিত করছেন।







