হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল সভাপতি নিহত

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল সভাপতি নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী (৩৮) মারা গেছেন। এ ঘটনায় আরিফ নামে একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকা সংলগ্ন হাটহাজারী–নাজিরহাট সড়কে দুর্ঘটনাটি ঘটে।
এমরান চৌধুরী চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে। তিনি দুই সন্তানের পিতা।

স্থানীয় সূত্র জানায়, রাত ১টার দিকে বুড়িপুকুর পাড়ের একটি চায়ের দোকানে চা খেয়ে এমরান চৌধুরী ও একই এলাকার আরিফ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে আসা কাঠবোঝাই একটি চাঁদের গাড়ি ( জিপ চট্টগ্রাম খ–২৯৪৪) তাদের মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিলে দুজনই ছিটকে পড়েন। ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে–মুচড়ে চাঁদের গাড়ির নিচে চলে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুজনকে উদ্ধার করে। এমরান চৌধুরীকে নগরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) বাদে জোহর চারিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এমরানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email