
গত মধ্যরাতে হাটহাজারীতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান চৌধুরীর কবর জিয়ারত ও তার স্বজনদের সাথে গ্রামের বাড়িতে দেখা করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম -৫ হাটহাজারী বায়েজিদ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরী নিহত হওয়ার সংবাদ পেয়ে ঢাকা থেকে ছুটে আসেন তিনি। শাহ আমানত বিমানবন্দর হতে মীর হেলাল সরাসরি হাটহাজারীর চারিয়া গ্রামে যান। সেখানে অল্প সময়ের জন্য স্বেচ্ছাসেবক দল নেতা ইমরান চৌধুরীর জানাজায় অংশগ্রহণ করতে না পারলেও তাঁর কবর জিয়ারত ও আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। পরে তিন নিহত স্বেচ্ছাসেবক দল সভাপতি ইমরান চৌধুরীর বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের স্ত্রী শোকাহত মা ছোট ছোট সন্তান ভাই বোন সহ নিকট আত্মীয়-স্বজনসহ রাজনৈতিক সহকর্মীদের সান্তনা দেন। এসময় নিহত ইমরানের স্বজন ও রাজনৈতিক কর্মীদের আহাজারিতে আশেপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে। মীর হেলাল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, একজন রাজনৈতিক কর্মী তার দলের প্রতি অনুগত থেকে নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে কিভাবে নেতা হয়ে উঠে এমরান চৌধুরী তার প্রমান। বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে এমরান চৌধুরীর সীমাহীন ত্যাগের কথা উল্লেখ করে মীর হেলাল বলেন একজন অমায়িক, বিনয়ী, পরোপকারী দল পাগল দেশপ্রেমিক আদর্শবান নেতা এমরান চৌধুরীর কথা দল দীর্ঘকাল মনে রাখবে।
এসময় উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম , জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম বিএনপি নেতা আইয়ুব খান , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আবদুল মান্নান দৌলত, এডভোকেট রিয়াদ উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, সদস্য সচিব আকবর আলী , উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ ইলিয়াস, সালাউদ্দিন আলী, গাজী মোহাম্মদ ইউসুফ, আলহাজ্ব রহমতুল্লাহ, নুরুল আলম মফিজ, মীর্জা এরশাদ উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল, পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে ব্যারিস্টার মীর হেলাল একই দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আরিফকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যান। তিনি মুমূর্ষু ছাত্রনেতা মোহাম্মদ আরিফের শারীরিক অবস্থা জানতে পেরে বাকরুদ্ধ হয়ে পড়েন। মীর হেলাল ছাত্রনেতা আরিফের সাম্ভাব্য সকল চিকিৎসার ব্যাবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের প্রতি অনুরোধ জানান।
পরে মীর হেলাল পৌরসভা যুবদল নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিনের পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম প্রকৌশলী আজিজুল হকের কবর জেয়ারত করেন এবং তার বাড়িতে উপস্থিত হয়ে শোকহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায়।







