লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

লন্ডন যাচ্ছেন না বেগম খালেদা জিয়া, আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই অনুমতি বাতিল করা হয়েছে। ফলে আজ লন্ডন নেওয়ার পরিকল্পনা স্থগিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, জার্মানভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ আনুষ্ঠানিকভাবে পূর্বে প্রাপ্ত স্লট অনুমোদন প্রত্যাহারের আবেদন করেছে। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।

এর আগে রোববার জমা দেওয়া আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটির সকাল ৮টায় ঢাকায় ল্যান্ডিং ও রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনে যাত্রার অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের সহায়তায় ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪, যা দীর্ঘ দূরত্বের রোগী পরিবহনে ব্যবহৃত হয়।

দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিসসহ একাধিক দীর্ঘমেয়াদি অসুস্থতায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি ঘটায় ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৭ নভেম্বর থেকে তাকে সিসিইউতে রাখা হয়েছে। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তিনি বর্তমানে ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন।

চিকিৎসার সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে তাকে দ্রুত বিদেশ নেওয়ার প্রস্তুতি চললেও এয়ার অ্যাম্বুলেন্সের অনুমতি বাতিল হওয়ার ফলে আপাতত সেই উদ্যোগ স্থগিত রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email