
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে নাসিমন ভবন দলীয় কার্যালয়স্থ মাঠে অদ্য বাদ আসর চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দীনের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিমুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, হারুন জামান, কাজী বেলাল, ইয়াসিন চৌধুরীর লিটন, আহমেদ উল আলম চৌধুরী রাসেল। আরো উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়া, সহ-সভাপতি মোতালেব চৌধুরী, জামাল উদ্দিন, এস এম আজম, শাহনেওয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক, এম এ বাতেন, যুগ্ম সম্পাদক, মোহাম্মদ হারুন, মোঃ আনারুল আজিম সবুজ, সহ-সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মাহমুদ রফিকুল ইসলাম, শিক্ষা ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন, যুব বিষয়ক সম্পাদক হাসিবুর রহমান বিপ্লব, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য বৃন্দ ও বিভিন্ন বেসিক ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ-অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় মোনাজাত পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক প্রমুখ। খালেদা জিয়া এদেশের মানুষের দোয়ার বদৌলতে অচিরে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং তিনি বাংলাদেশের ভবিষ্যতের প্রজন্মের একটি অনুপ্রেরণা ও দৃষ্টান্ত হয়ে থাকবেন। অন্যান্যরা পরিশোধ পরায়নের রাজনীতি করতেন। এটি তিনি করেন নাই। এজন্য তিনি সকলের কাছে শ্রদ্ধা ভালোবাসার পাত্র। আল্লাহর অশেষ রহমত উনার উপর বর্ষিত হউক, আমরা সেজন্য সকলে দোয়া করছি। আল্লাহ নিশ্চয়ই এ দোয়া কবুল করবেন। প্রধান আলোচক নাজিমুর রহমান বলেন, বেগম খালেদা জিয়া দেশ-বিদেশে তিনি যে ভালোবাসার অর্জন করেছেন সেটি বাংলাদেশে আর কোন নেতা নেত্রী এই খ্যাত অর্জন করতে পারেন নাই। তিনি শুধু এখন দলের নেত্রী নন, তিনি দলমত নির্বিশেষে সর্বজনীন ব্যক্তিত্বের অধিকারী, রাজনৈতিক অভিভাবক, গণতন্ত্রের মুক্তির পথিক। আল্লাহ যেন উনাকে আমাদের মাঝে আবার সুস্থ করে ফিরিয়ে দেন। আল্লাহর কাছে এই দোয়া কামনা করছি। পরিশেষে উপস্থিত অসংখ্য শ্রমিক জনতা মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করেন। আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন। সকলের শুকরিয়া আদায় করে আল্লাহর দরবারে এ এম নাজিমুদ্দিনকে কঠিন রোগ থেকে উদ্ধার করে আমাদের মাঝে আজকে মোনাজাতে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমানের রুহের মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।







