বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারীতে গণ দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় হাটহাজারীতে গণ দোয়া অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় আজ মঙ্গলবার বাদ আসর হাটহাজারী কলেজ ময়দানে এক বিশাল গণ দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম -৫ হাটহাজারী বায়েজিদ (আংশিক) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর আহ্বানে হাটহাজারী উপজেলা ও বায়েজিদ এলাকার সর্বস্তরের হাজার হাজার মানুষ এই গণ দোয়া মাহফিল ও মোনাজাতে অংশ করেন। আসর নামাজের জায়াতের সাথে সাথেই
দোয়া মাহফিল শুরু হয়। এসয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দলে দলে এসে মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে দেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে দেশ গঠনে তার অবদান স্মরণ করা হয়। বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা, হায়াতের মধ্যে বরকত এবং দেশ পরিচালনায় তার উপস্থিতি ও অংশগ্রহণের সুযোগ দানের জন্য আল্লাহপাকের রহমত কামনা করা হয়। সেই সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করা হয়। মোনাজাতে দেশ পরিচালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দানের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়।
এর আগে শতাধিক হাফেজে কোরআন এর কন্ঠে বেশ কয়েকটি খতমে কোরআন ও শেফা এ তসবিহ তাহলিম অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মাহমুদুল হাসান মোনাজাত পরিচালনা করেন।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ মাওলনা শোয়েব আহমদ, মাওলানা আমিন শরীফ, মুফতি মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা জাফর আহমেদ সহ বিভিন্ন মাদ্রাসার আলেমে দ্বীনগন দোয়া মাহফিলের আয়োজনে সহায়তা করেন।

এ সময় বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম -৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এর সাথে মোনাজাতে অংশ নেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আবদুল্লাহ আল হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব অহিদুল আলম , পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, আবদুল মান্নান দৌলত, এডভোকেট রিয়াদ উদ্দিন, ইয়াকুব চৌধূরী, আবদুল কাদের জসীম, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, উপজেলা বিএনপির সদস্য, আলহাজ্ব রহমতুল্লাহ, নুরুল আলম মফিজ, উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান, সদস্য সচিব নুরুল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জি এম সাইফুল, পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌরসভা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রকি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আরেফিন সাইফুলসহ হাজারো নেতাকর্মী।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email