
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম ধাপের মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে। দলটির সদস্য সচিব আখতার হোসেন নিশ্চিত করেছেন যে ঢাকা-১১ আসনে মো. নাহিদ ইসলাম এবং ঢাকা-১৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন।
বুধবার সকালে এনসিপি’র প্রথম ধাপের মোট ১২৫ জন দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৯ আসনে দলের প্রার্থী হিসেবে তাসনিম জারা শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।







