স্থায়ীত্ব বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ-প্রধান বিচারপতি

স্থায়ীত্ব বজায় রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ-প্রধান বিচারপতি

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন। সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ এই সচিবালয় উদ্বোধন অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলও উপস্থিত ছিলেন। তিনি বলেন, নতুন সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে বিচার বিভাগ রাজনৈতিক প্রভাবমুক্ত হলো।

প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয়ের স্থায়ীত্ব বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ।

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে ৩০ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করে। অধ্যাদেশ অনুযায়ী, বিচার বিভাগের সমস্ত প্রশাসনিক ও সচিবিক দায়িত্ব এখন থেকে সুপ্রিম কোর্ট সচিবালয় পরিচালনা করবে। এর মধ্যে অধস্তন আদালতের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা অন্তর্ভুক্ত, যা আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল।
অধ্যাদেশ জারির পরপরই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীকে প্রথম সচিব (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর আগে ২০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় স্থাপনের খসড়া অনুমোদন দিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email