
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের জন্য দেশব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কমিশন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত ওই চিঠিতে জানানো হয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতির সমস্ত কার্যক্রম এগিয়ে চলছে। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী দুইদিন পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি তদারকি ও প্রয়োগের লক্ষ্যে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুইজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা দ্রুত গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হচ্ছে। কমিশনের নির্দেশ অনুসারে নির্ধারিত সময়ে এসব ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।

জেএইচআর







