চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের রজতজয়ন্তী অনুষ্ঠিত

চবি ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিবেশ বিজ্ঞানের রজতজয়ন্তী অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের উদ্যোগে পরিবেশ বিজ্ঞান বিষয়ের গ্র্যাজুয়েটদের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী উপলক্ষে আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী গ্র্যাজুয়েটদের মিলনমেলা, স্মৃতিচারণমূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে স্বাগত জানিয়ে বলেন, চবি ফরেস্ট্রি এন্ড ইনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের খুবই গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট। এ ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গবেষণায় ভালো অবদান রাখছেন। বর্তমানে নতুন শিক্ষক যারা আপানারা আরও বেশি গবেষণায় মনোনিবেশ করবেন। শিক্ষার্থীরাও শিক্ষকদের সাথে যৌথভাবে কাজে সংযুক্ত থাকতে পারেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যিালয় এগিয়ে যাবে। ক্যাম্পাসে এখন চমৎকার পরিবেশ বিরাজ করছে। ক্যাম্পাসের সর্বত্র একাডেমিক, গবেষণামূলক ও খেলাধুলাসহ নানা সহ-শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। এখন হল দখল নেই, মারামারি নেই। এমন একটা পরিবেশ আমরা দেখতে চেয়েছিলাম। এ দারুণ পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থীরা। এ পরিবেশ ধরে রাখতে হবে। উপাচার্য বলেন, আমরা যোগ্য শিক্ষক নিয়োগ এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এজন্য নতুন শিক্ষক নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। সাবেকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি। এ ক্যাম্পাস আপনাদের। এ ক্যাম্পাসকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আপনাদের সহযোগিতা প্রয়োজন। পরিবেশ বিজ্ঞান বিভাগের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। আমি এ বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও অনুষ্ঠানের আহ্বায়ক ড. শ্যামল কর্মকার। এসময় আরও উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজে, চবি মাস্টারদ্য সূর্যসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা, ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ, সাবেক-বর্তমান শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. সোহাগ মিয়া।

এর আগে এদিন সকাল ৯.৩০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে চবি উপাচার্য দপ্তরে ইউনেস্কোর বাংলাদেশ অফিসের প্রধান ও বাংলাদেশ প্রতিনিধি সুসান ভিজে সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেন ও বিএনসিসি সমন্বয়ক কর্মকর্তা ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের প্রফেসর ড. বায়েজীদ মাহমুদ খানসহ ইনস্টিটিউটের অন্যান্য শিক্ষকবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email