বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং, বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে সর্বাধিক সংখ্যক পতাকা হাতে প্যারাস্যুটিং করে বাংলাদেশ বিশ্বরেকর্ড গড়েছে।

মঙ্গলবার রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়।

এই ঐতিহাসিক প্যারাস্যুটিং প্রদর্শনীতে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার অংশগ্রহণ করেন। এটিই বিশ্বের সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ের ঘটনা, যার মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই বিশেষ আয়োজনটি প্রত্যক্ষ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়াও অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email