ঢাকার ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার পুনরায় চালু

রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে কেন্দ্রটি তাদের স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত যাবতীয় সেবা প্রদান করছে। সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ এই তথ্যটি নিশ্চিত করেছে।

এর আগে বুধবার ১৭ ডিসেম্বর ঢাকায় জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের ব্যানারে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ওইদিন দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এদিকে একই দিন এই ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগের কথা জানাতে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকেই ভিসা প্রত্যাশীদের ভিড় লক্ষ্য করা গেছে এবং সকল কার্যক্রম নির্বিঘ্নে চলছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email