হাজারীবাগে হোস্টেলে মিলল এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ

হাজারীবাগে হোস্টেলে মিলল এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদেহ

রাজধানীর হাজারীবাগ এলাকার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জান্নাতারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। 

বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’এর পঞ্চম তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর এলাকার মো. জাকির হোসেন ও নুরজাহান বেগম দম্পতির মেয়ে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, জান্নাতারা ওই এলাকায় থাকাকালীন এনসিপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তবে দলে তার সুনির্দিষ্ট পদবি সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। পুলিশ আরও জানায়, জান্নাতারা রুমী পারিবারিকভাবে মানসিক চাপের মধ্যে ছিলেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email