ষড়যন্ত্র করে জনগণের রায়কে বদলানো যাবেনা-আবু সুফিয়ান

ষড়যন্ত্র করে জনগণের রায়কে বদলানো যাবেনা-আবু সুফিয়ান

চট্টগ্রাম-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশের মানুষ যখনই ভোট দেওয়ার সুযোগ পেয়েছে বিএনপিকেই নির্বাচিত করেছে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বিএনপি দেশ ও জনগণের উন্নয়নে কাজ করেছে। বিগত ১৭ বছর আওয়ামী লীগ এর দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ও জনগণের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা গুম-খুন, হামলা-মামলা ও দমন-পীড়নের শিকার হয়েছে। দীর্ঘ ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি, তারা নির্বাচন চায়। আমাদের প্রত্যাশা- দেশের মানুষ একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এর মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচিত করবে। কিন্তু নির্বাচন যত ঘনিয়ে আসছে পতিত আওয়ামী লীগের পাশাপাশি একটি গোষ্ঠী নানান অজুহাতে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। তাদের ভয় একটাই- জনগণ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, ধানের শীষকেই বিজয়ী করবে। বিএনপির প্রতি জনগণের ভালোবাসা-আস্থা ও সমর্থন অক্ষুণ্ন আছে। তাই ষড়যন্ত্র করে-চক্রান্ত করে নির্বাচন বানচাল করা যাবেনা, জনগণের রায়কে বদলানো যাবেনা। নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র হলে বিএনপি জনগণকে নিয়েই প্রতিরোধ করবে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ডস্থ সুপারীওয়ালা পাড়া ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত “উঠান বৈঠকে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের প্রিয় মাতৃভূতিতে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে আনন্দ-উচ্ছ্বাস শুধুমাত্র বিএনপির নেতাকর্মীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বাংলাদেশের শহর-গ্রামের প্রতিটি মানুষের মনে তা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ ১৭ বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার যে লড়াই-সংগ্রাম তারেক রহমানের আগমণে তার অবসান ঘটবে। তারেক রহমানই হবেন সে ভোটাধিকার পুনরুদ্ধারের প্রধান কাণ্ডারি। তারেক রহমান আসবেন জাতিকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে বিশ্বের বুকে এক মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবেন।

২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপি নেতা মো. শাহ আলম সর্দার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, নকীব উদ্দিন ভূইয়া, ইউনুছ চৌধুরী হাকিম, ডবলমুরিং থানা বিএনপি নেতা রফিক মেম্বার, ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আকবর কবির ডিউক,আব্দুল মান্নান, মোজাহের খান। বক্তব্য দেন আমির উদ্দিন বাবুল, আব্দুল করিম সেলিম, মো. শাহাজাহান, রফিকুল আলম, এস এম নাছির, হাজী ইসমাঈল, মোসলেম উদ্দিন, সিরাজুল হক, মুসলিম উদ্দিন, আব্দুল কাদের, শেখ মুনির উদ্দিন বাবুল, আলী সর্দার, নেজামত আলী সর্দার, মো. ইলিয়াছ, ইফাজ খান, মাহবুবুর রহমান মোহন, মো. ফারুক, মো. আলমগীর, মো. ওয়াসিম, জসিম উদ্দিন, মোজাম্মেল মাসুদ, মো. আরজু, দেলোয়ার, সুমন, হোসেন, মাঈনুদ্দিন, মুরাদউদ্দিন, শারমিন, পারভিন আক্তার চৌধুরী, ডেইজি, সুমী, রাবেয়া বেগম, আকতার বেগম, খালেদা, নুরজাহান, চেমন আরা প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email