প্রেমের প্রস্তাবে স্কুল জীবনের অজানা গল্প শোনালেন ঐশী

প্রেমের প্রস্তাবে স্কুল জীবনের অজানা গল্প শোনালেন ঐশী

মিস ওয়ার্ল্ড বাংলাদেশখ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী পর্দায় বরাবরই শান্ত, লাবণ্যময়ী ও মার্জিত চরিত্রে ধরা দেন। তবে তার স্কুল জীবনের এক স্মৃতি শুনে চমকে উঠেছেন ভক্তরা। সম্প্রতি দেশ টিভির একটি টক-শোতে অংশ নিয়ে নিজের কৈশোরের সেই অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে ঐশী জানান, দশম শ্রেণিতে পড়াকালীন এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাবের জবাব মোটেও রোমান্টিক ছিল না। বরং ঐশী অকপটে স্বীকার করেন, ‘প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের থেকে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্ট্যাম্প দিয়ে পিটিয়েছিলাম।’

প্রেমের প্রস্তাবে স্কুল জীবনের অজানা গল্প শোনালেন ঐশী

এ কথা শুনে সঞ্চালক বিস্ময় প্রকাশ করলে ঐশী হেসে বলেন, তখন তিনি ছিলেন খুবই ছোট ও অপরিণত। পরিস্থিতি বুঝে ওঠার মতো মানসিকতা তার তখন ছিল না বলেই এমন প্রতিক্রিয়া হয়েছিল।

স্মৃতিচারণ করতে গিয়ে খানিকটা লজ্জিত হয়ে ঐশী ক্যামেরার সামনে সেই তরুণের উদ্দেশে ক্ষমাও চান। তিনি বলেন, ‘সরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি।’

স্কুল জীবনের এই মজার হলেও কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় অভিনেত্রীকে বেশ হাসিখুশি মেজাজেই দেখা যায়। বর্তমানে ঢাকাই চলচ্চিত্র ও টেলিভিশনের ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিতই ছোট ও বড় পর্দার নানা কাজে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email