এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে ছুটে আসছেন সাধারণ মানুষ। নতুন বছরের প্রথম দিনেও শোকে স্তব্ধ পুরো জাতি। তবে কবর জিয়ারতে ঢল নেমেছে সাধারণ মানুষের।
বৃহস্পতিবার ভোর থেকে বিজয় সরণির প্রবেশমুখ এলাকায় সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। ফজরের নামাজের পর থেকেই বিভিন্ন জেলা থেকে আগত শুভাকাঙ্ক্ষীরা সমাধিস্থলে যাওয়ার চেষ্টা করেন।
২৪ ঘণ্টা বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থলে যাওয়ার লেক রোড। জিয়া উদ্যানের প্রবেশমুখে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। কবর জিয়ারত করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
কবর জিয়ারত শেষে তারা বলেন, খালেদা জিয়া এখন আর শুধু একটি দলের নেত্রী নন, তিনি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব। তার মৃত্যু ও জানাজাসহ পরবর্তী সব কার্যক্রম রাষ্ট্রীয়ভাবেই সম্পন্ন হয়েছে।







