বছরের শুরুতেই সুখবর দিলেন অধরা খান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বছরের শুরুতেই সুখবর দিলেন অধরা খান

চিত্রনায়িকা অধরা খান এখন রয়েছেন কানাডায়। বেশকিছুদিন ধরেই তিনি সেখানে অবস্থান করছেন। দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে দুই চলচ্চিত্র। সিনেমা দুটি হচ্ছে সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দখিন দুয়ার’ ও জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। দুটি সিনেমার ডাবিংও শেষ করেছেন তিনি।

এদিকে অধরা বলতে গেলে বছরের শুরুতেই জোড়া সুখবর দিলেন। অনেকদিন ধরেই কানাডায় থাকার কারণে সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন। কাজ করছেন বিজ্ঞাপনে।

বেশকিছু বিজ্ঞাপনে এরই মধ্যে কাজ করেছেন। সর্বশেষ বছরের শেষ ভাগে করেছেন একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপন। একই সঙ্গে যুক্ত হয়েছেন আরো কয়েকটি বিজ্ঞাপনে। যেসবের শুটিং শুরু হবে জানুয়ারিতেই। যুক্ত হয়েছেন ‘ফোর্টি এইট আওয়ার্স’ নামের একটি প্রোজেক্টের সঙ্গেও।

এ বিষয়ে টরেন্টো থেকে অধরা বললেন, গত বছরের শেষভাগে বেশ ব্যস্ততার সঙ্গে কেটেছে। আরো বেশ কয়েকটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছি। যেসবের কাজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে। এছাড়াও এখানে আমি ফোর্টি এইট আওয়ার্স নামের একটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছি।

যেখানে ৪৮ ঘণ্টায় একটি স্বল্পদৈর্ঘ্যের কাহিনি লেখা থেকে শুরু করে সম্পূর্ন কাজ শেষ হয় ৪৮ ঘণ্টায়। আমি মনে করি আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।’

এদিকে দেশীয় চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় থাকলেও নতুন তিনটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছেন। এরমধ্যে একটি মোটামুটি চূড়ান্ত। এর শুটিং হবে ইউরোপে।এ বিষয়ে অধরা বললেন, তিনটি চলচ্চিত্রের মধ্যে একটির শুটিং শুরু হবে। আমার সহশিল্পী কে হবে, বা চলচ্চিত্রের বিস্তারিত এখনই বলছি না। তবে চূড়ান্ত হয়েছে এটা বলতে পারি। শিগগিরই দেশে ফিরবো।

অনেকদিন ধরেই দেশের বাইরে, কেন? এ বিষয়ে নায়িকা বললেন, দেখেন দেশে যাওয়াটা আমার কাছে তো কঠিন কিছু না। আমি তো প্রস্তুত হয়েই আছি। কিন্তু ইন্ডাস্ট্রিতে এখন কাজ কম। ফলে আমার মনে হচ্ছে নিজেকে একটু ঝালিয়ে নিই। কানাডায় এসে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজেই নিজেকে নিয়োজিত রেখেছি। কিভাবে নিজেকে আরো ভালো শিল্পী হিসেবে তৈরি করা যায়- এমন কাজে যুক্ত হয়েছি। যেটা আশা করেছিলাম, তারেচেয়েও ভালো সুযোগ পেয়েছি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email