এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দুই বছর পর আবারও সিনেপর্দায় ফিরছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় নির্মিত থ্রিলারধর্মী সিনেমা ‘দুর্বার’-এ দর্শক তাকে দেখবেন একেবারেই নতুন রূপে। ইতিমধ্যে সিনেমাটির প্রায় অর্ধেক শুটিং শেষ হয়েছে। সম্প্রতি নতুন বছর উপলক্ষে ‘দুর্বার’ এর ফার্স্ট লুক প্রকাশ করেছেন নির্মাতা। যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
পোস্টারে অপু বিশ্বাসকে একবারে ভিন্ন ও রোমহর্ষক রূপে দেখা গেছে। তার পুরো মুখ রক্তে ভেজা এবং চোখের সরল কিন্তু গভীর চাহনিতে ছিল এক ধরনের রহস্যের ছাপ। দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম এমন দুর্ধর্ষ লুকে ধরা দিয়েছেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ‘সিনেমায় অনেক চমক রয়েছে। দর্শকরা একটি শক্তিশালী গল্পের সিনেমা উপভোগ করতে পারবেন। এই সিনেমায় আমাকে দেখা যাবে দুর্বার গতিতেই।’
ইতিমধ্যে সিনেমাটির প্রায় ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এই সিনেমায় প্রথমবারের মতো অপুর বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। নতুন এই জুটি নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে আলাদা কৌতূহল সৃষ্টি হয়েছে।

সিনেমায় অপুর অভিনয় নিয়ে পরিচালক কামরুল হাসান ফুয়াদ জানান, ‘দর্শকরা এই সিনেমায় অপুকে একেবারে নতুন রূপে দেখতে পাবেন। ২০২৩ সালের পর অপু বড়পর্দায় নিয়মিত উপস্থিতি না থাকলেও ২০২৬ সালে এই থ্রিলারটির মাধ্যমে বড় ধামাকা দিতে যাচ্ছেন।’ পোস্টারে এ বছরই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে।
দীর্ঘ বিরতি প্রসঙ্গে অপু বিশ্বাস জানান, ভালো কাজের অপেক্ষায় তিনি সময় নিয়েছেন, তাই দেরি হলেও তার কোনো আক্ষেপ নেই। তিনি বলেন, ‘আমি সময় নিয়েছি ভালো কাজের জন্য। এই দুই বছর আমার কাছে অনেক গল্প এসেছে, আমার কাছে মনে হয়েছে আরেকটু সময় নিই। এই অপেক্ষার পর যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই সুযোগ হয়েছে। দুর্বার সিনেমার গল্প ও প্রোডাকশন হাউস সব মিলিয়ে মনের মতো একটি কাজে যুক্ত হয়েছি। আশা করছি সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে।’
দুর্বার ছাড়াও নতুন আরও একটি সিনেমায় যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। বন্ধন বিশ্বাস পরিচালিত এই সিনেমার নাম ‘সিক্রেট’। এতে অপুর বিপরীতে আছেন দুই অভিনেতা আদর আজাদ ও ছোটপর্দার পীযূস সেন। অপু বিশ্বাস অভিনীত সবশেষ সিনেমা ‘লাল শাড়ি’ মুক্তি পায় ২০২৩ সালে। এতে তার নায়ক সাইমন সাদিক।







