একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না-তারেক রহমান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না-তারেক রহমান

মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মূল ভিত্তি হিসেবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।

সোমবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর সম্মানে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। তারা তারেক রহমানকে সান্ত্বনা দেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বাম জোটের নেতারা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে, আগামী দিনে যেন কোনো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি রাজনীতিতে নেতিবাচক ভূমিকা রাখতে না পারে, সে বিষয়ে তারেক রহমানের প্রতি আহ্বান জানান তাঁরা।

বাম গণতান্ত্রিক জোটের পক্ষে বৈঠকে উপস্থিত ছিলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, কাজী সাজ্জাদ জহির চন্দন, আবদুল্লাহ আল ক্বাফী রতন, শরীফ নুরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, ডা. মুশতাক হোসেন, বজলুর রশীদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, ইকবাল কবীর জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তারেক রহমান অত্যন্ত মনোযোগ দিয়ে জোট নেতাদের কথা শুনেছেন এবং জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email