এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নিয়মিত ক্লাশ, পরীক্ষার বাইরে এসে ব্যতিক্রমী একটি দিন অতিবাহিত করেছে রাজধানীর মিরপুরে অবস্থিত স্বনামধন্য বিদ্যা নিকেতন হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল।
এদিন বর্ণিল আয়োজনে ঘোষণা করা হয় ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল এবং প্রদান করা হয় পুরস্কার।
সম্প্রতি আয়োজিত মনোজ্ঞ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হলি চাইল্ড ইন্টাঃ স্কুলের অধ্যক্ষ আবু হেনা মোঃ খুরশীদ আলম। শিক্ষার্থীদের আনন্দ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সাংবাদিক শাহ বুলবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগীতশিল্পী হাসান মাহমুদ, স্কুলের উপদেষ্টা হাসিব মুজতাবা, ডেইলি টাইমস অব বাংলাদেশের প্রতিনিধি রাজু আহমেদ, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোঃ শামীম, সেলিনা হাফিজ (বিউটি), স্কুলের সম্মানিত অভিভাবক ও শিক্ষানুরাগী রায়হান কামাল রন্টি, হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম এন আজাদ, ভাইস চেয়ারম্যান খাদিজা সুলতানা সাথী, স্কুলের একাডেমিক কো-অর্ডিনেটর বাবু সত্য রঞ্জন জয়ধর এবং শাখা প্রধান নাজমা বিনতে তোফাজ্জল। বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন বিদ্যালয়টির শিক্ষক মোঃ সাইফুর রহমান এবং ফারহানা লিপি।
স্বাগত ভাষণে হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবু হেনা মোঃ খুরশীদ আলম বিনম্র শ্রদ্ধা জানান একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ৩৬ জুলাই আন্দোলন ২০২৪ এর সকল শহীদদের প্রতি। এসময় তিনি বলেন, ‘হলি চাইল্ড ইন্টারন্যাশনাল স্কুল শিশুদের গুণগতমানের শিক্ষা প্রদানে বদ্ধ পরিকর। এ হেতু বিদ্যালয়টিতে শ্রেণি শিক্ষার পাশাপাশি সকল ধরনের সহশিক্ষা কার্যক্রমের সুযোগ রাখা হয়েছে যাতে আমাদের কোমলমতি শিশুরা সুযোগ্য ও মানবিক মানুষ হয়ে গড়ে উঠতে পারে।’
আনন্দময় অনুষ্ঠানের শেষাংশে প্রধান অতিথি শাহ বুলবুল এবং সম্মানিত বিশেষ অতিথিগণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও ফলাফল বিবরণী তুলে দেন। এছাড়াও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ শিক্ষকদেরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট।







