নতুন লুকে চমকে দিলেন রোজা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নতুন লুকে চমকে দিলেন রোজা

নতুন লুকে ধরা দিয়েছেন তাহসান খানের স্ত্রী রোজা আহমেদ। গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করে চমকে দিয়েছিলেন সংগীতশিল্পী তাহসান খান। ইতোমধ্যে কেটে গেছে তাদের এক বছরের দাম্পত্য। বিবাহবার্ষিকীতে রোজার নতুন এই লুক চমকে দিল নেটিজেনদের।

রোজা আহমেদ এদিন ঝকমকে কর্সেট গাউনে ধরা দেন; যেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা যায়। সাধারণত পার্টি, রিসেপশন বা রেড-কার্পেট টাইপ ড্রেস হিসেবে ব্যবহৃত হয়।

সামাজিকমাধ্যমে পোস্ট করা একাধিক ছবিতে দেখা যায়, বিশাল লিলি ফুল ও মোমবাতিতে সেজেছে রোজা-তাহসানের অ্যানিভার্সারি কেক। সাদা ক্রিমে ঢাকা এই কেকের পাশাপাশি ছিল একটি সুন্দর গোলাপের তোড়া।

নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রীকে বিশেষ এই সারপ্রাইজ দিয়েছেন তাহসান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email