এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বছরজুড়ে যেমন ক্যারিয়ার নিয়ে চর্চায় থেকেছেন শিল্পীরা, একইসঙ্গে কারও কারও ব্যক্তিজীবনও ছিল শিরোনামে। বছরের শুরুর দিকেই যেমন বিয়ের খবর এসেছে, একইভাবে বিচ্ছেদের খবরও সামনে এসেছে। আবার অনেকের দ্বিতীয় ও তৃতীয় বিয়ের সংবাদও ছিল আলোচনায়। শোবিজ তারকাদের বিয়ে-বিচ্ছেদ বিষয়গুলো একনজরে দেখে নেওয়া যাক।
তাহসান খান : বছরের শুরুতে ৪ জানুয়ারি দ্বিতীয় বিয়ে করেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। রোজা আহমেদ এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র-উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
শবনম ফারিয়া : অভিনয়শিল্পী শবনম ফারিয়া গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় বিয়ে করেন। পাত্রের নাম তানজিম তৈয়ব। তার গ্রামের বাড়ি রাজশাহী। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তানজিম। বর্তমানে তিনি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে সহকারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।
নিধি ও রাবা খান : গত ৪ এপ্রিল বিয়ে করেছেন গায়ক, সংগীত পরিচালক ও নির্মাতা আরাফাত মহসিন নিধি এবং কনটেন্ট ক্রিয়েটর রাবা খান। আরাফাত মহসিন নিধি ‘বরবাদ’ সিনেমার আবহ সংগীত করেছেন। এর আগে ‘তুফান’ সিনেমায় গানে ছিলেন তিনি। এ ছাড়া ‘দাগি’ সিনেমার গানও তৈরি করেছেন। অন্যদিকে রাবা খান একজন কনটেন্ট ক্রিয়েটর। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব–৩০ ক্যাটাগরিতে এশিয়া–প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় তিনি স্থান পেয়েছিলেন।
শামীম হাসান সরকার : একই দিন (৪ এপ্রিল) বিয়ে করেছেন টেলিভিশন অভিনেতা শামীম হাসান সরকার। তার স্ত্রীর নাম আফসানা আক্তার। তিনি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। শামীম হাসান সরকার অভিনয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত।
বাঁধন সরকার পূজা : জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা বিয়ে করেন ২৪ নভেম্বর। তার বরের নাম শুভংকর সেন। তিনি পেশায় একজন মডেল এবং চাকরিজীবী। বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে—’তুমি দূরে দূরে আর থেকো না’, ‘সাতজনম’, ‘এত কাছে’, ‘চুপিচুপি’, ‘একটাই তুমি’, ‘তোমার আমার ভালোবাসা’, ‘তুমি ছাড়া’, ‘কেন বারে বারে’, ‘মানে না মন’ ও ‘মিউজিক তোমায়’।
জামিল হোসেন : দীর্ঘদিন চুপিসারে প্রেম করার পর গত ৬ এপ্রিল বিয়ে করেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। একসঙ্গে একাধিক নাটকে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং শেষ পর্যন্ত বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
মাইমুনা ফেরদৌস মম : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম গত ২১ নভেম্বর প্রযোজক ও পরিচালক রাফায়েল আহসানকে বিয়ে করেন। দেড় বছরের পরিচয়ের সময়টায় তারা একে অপরকে বোঝার চেষ্টা করেছেন। বন্ধুত্ব থেকে প্রেম এবং প্রেম থেকে বিয়ের সিদ্ধান্তে পৌঁছান তারা। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে পারিবারিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হয়।
অমিতাভ রেজা চৌধুরী : বছরের শেষদিকে আবারও বিয়ের পিঁড়িতে বসেন দেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গত ১৪ ডিসেম্বর নিউইয়র্কের স্থানীয় সময় সকালে তিনি মুশফিকা মাসুদকে বিয়ে করেন। পেশায় মুশফিকা একজন চিত্রনাট্যকার ও পরিচালক। এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে। এর আগে নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটে।
মিজানুর রহমান আরিয়ান : নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ান ডিসেম্বরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর জানান। তার স্ত্রী তাহসিন তামান্না।
মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীব : ২৪ ফেব্রুয়ারি একগুচ্ছ ছবি প্রকাশ করে নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের খবর জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গুঞ্জন ছিল, দীর্ঘদিন প্রেমের পর বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। তখন জানা যায়, ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) আক্দ সম্পন্ন হয় তাদের।
সাবরিনা পড়শী : ১২ জানুয়ারি খবর আসে, যুক্তরাষ্ট্র প্রবাসী নিলয়ের সঙ্গে বিয়ে হয়েছে সংগীতশিল্পী ও অভিনেত্রী সাবরিনা পড়শীর। তখন জানা যায়, ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে ছিলেন তারা। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলে যান। গত বছর নিলয়ের পরিবার দেশে আসলে তাদের বিয়ে নিয়ে আলোচনা শুরু হয়। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হয়।
দিলশাদ নাহার কনা : বিয়ের উৎসবমুখর খবরের ভিড়ে ছিল বিচ্ছেদের সুরও। দর্শকপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা দীর্ঘ ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন গত ১৬ জুন। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন তিনি।
হৃদয় খান : এ বছরের ১৯ ফেব্রুয়ারি হঠাৎ করেই খবর আসে, হুমায়রার সঙ্গে বিচ্ছেদ হয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানের। সে সময় সূত্রের বরাত জানা যায়, অনেক আগেই হুমায়রা ও হৃদয়ের বিচ্ছেদ হয়েছে। হৃদয়ের ওপর বিভিন্ন কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠিয়েছেন হুমায়রা। তখন এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য করেননি গায়ক। এটি ছিল হৃদয়ের তৃতীয় বিয়ে।
অপু : প্রায় ৬ বছর আগে বিচ্ছেদ হয়েছে সংবাদপাঠিকা মমরেনাজ মোমো ও ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা রাশেদ মামুন অপুর। দীর্ঘদিন আগে তাদের বিচ্ছেদ হলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ খবর







