তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তাহসান-রোজার সংসারে ভাঙনের সুর

বিয়ের কয়েক মাস যেতে না যেতেই গায়ক-অভিনেতা তাহসান খান ও মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সম্পর্কে ফাটল ধরেছে। বর্তমানে তারা এক সঙ্গে থাকছেন না।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তাহসান খান নিজেই।

তিনি বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি। সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না।’

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। সেই সংসারে তাহসানের এক কন্যাসন্তান রয়েছে- আইরা তাহরিম খান।

পরে চার মাসের পরিচয়ে গত বছরের ৪ জানুয়ারি রোজাকে বিয়ে করেন তাহসান। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন রোজা এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email