এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’সহ দুটি সিনেমার শুটিং শেষ করেছেন গত বছর। এ বছর শুরু করতে যাচ্ছেন নতুন আরেকটি সিনেমার শুটিং। প্রথম ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে আলোচনায় সুনেরাহ্ বিনতে কামাল। নতুন বছরের পরিকল্পনাসহ নানা বিষয়ে গণমাধ্যমের সাক্ষাৎকারে তার জানা অজানা জীবনের কিছু কথা তুলে ধরেন।
নতুন বছরের পরিকল্পনা কি জানতে চাইলে সুনেরাহ বলেন, নতুন বছরে আমার চাওয়া খুবই সাধারণ। ভালো ভালো কাজ। পরিবারকে ভালো রাখা। সবাই যেন সুস্থ থাকি, ভালো থাকি।
নতুন বছরে এখনো শুটিং শুরু করিনি। বেশ কদিন ধরে আম্মু অসুস্থ। আম্মুকে আসলে দেখার তেমন কেউ নেই। আম্মুকে সময় দিতে হচ্ছে। আম্মু বেশ কদিন আগে হাসপাতালেই ভর্তি ছিলেন। এখন বাসায় থেকেই মেডিসিন নিচ্ছেন। আজ (গতকাল) আবার ডাক্তারের কাছে নিতে হবে। সোমবার থেকে আবার শুটিং শুরু হবে। সব নিয়ে বেশ চিন্তিত।
পরিচিত নির্মাতাদের কখনো কাস্টিংয়ের স্বীকার হয়েছে কি না জানতে চাইলে সুনেরাহ্ বলেন, বিনোদনজগতে আমার অনেক বন্ধু পরিচালক আছে। তাদের সঙ্গে নিয়মিত কথা হয়। কিন্তু তাদের কাছে কাজের কথা আমি বলতে পারি না। আমার যাদের সঙ্গে বেশি বন্ধুত্ব, তাদের সঙ্গে কম কাজ হয়। অনেকে মনে করে নুহাশ হুমায়ূনের অনেক কাজে অভিনয় করেছি। আসলে তা না।
আর ব্যস্ততা নিয়ে বলেন এর মধ্যে শেষ করেছি ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার কাজ। দারুণ একটি গল্প। পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে প্রথম কাজ। নারীপ্রধান এ গল্পটি আমার জন্য অনুপ্রেরণার। শিগগির আরও একটি সিনেমার শুটিং শুরু করব। সেটা এ মুহূর্তে বলা যাবে না। ধারাবাহিক ও সিঙ্গেল নাটক নিয়েই বেশি ব্যস্ত থাকব।







