চট্টগ্রামে ১৪০ প্রজাতির ফুল নিয়ে ‘ফুল উৎসব’শুরু ৯ জানুয়ারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ১৪০ প্রজাতির ফুল নিয়ে ‘ফুল উৎসব’শুরু ৯ জানুয়ারি

চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ৯ জানুয়ারি থেকে ফৌজদারহাটস্থ ডিসি পার্কে উৎসব শুরু হবে, চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

জেলা প্রশাসন জানায়, ১৪০ প্রজাতির ফুল দিয়ে সাজানো হবে ডিসি পার্ক। পার্কের জলাশয় ও ফুল মিলে জায়গাটি পরিণত হয়েছে পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে। ফুলের আকর্ষণে প্রজাপতি আর মৌমাছি আসে। জলাশয় থাকার কারণে সেখানে ফড়িং, পানকৌড়ি বা রঙিন মাছের আনাগোনা বাড়ে।

ফুলের পরাগায়ন আর জলাশয়ের জলজ জীবন মিলে প্রকৃতি প্রাণবন্ত রূপ পায়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ডিসি পার্কে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম ফুল উৎসব। এ উৎসবে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসব, ভায়োলিন শো ও কাউয়ালি সন্ধ্যাসহ নানা অনুষ্ঠান। নির্বাচনে গণভোট সংক্রান্ত একটি স্টল থাকবে। এছাড়া আমাদের দেশে বসবাসকারী ১৬টি দেশের শিক্ষার্থীরা তাদের কালচার নিয়ে উৎসবে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, ডিসি পার্কে ফুডকোর্ট, পর্যটকদের বসার স্থান, সেলফি কর্নার, হাঁটাচলার উন্মুক্ত স্থান, রেস্টুরেন্ট, ফুড কর্নার, সানশেড ভিউ পয়েন্ট, টিউলিপ গার্ডেন ও পাবলিক টয়লেটের ব্যবস্থা রয়েছে। আশা করছি, দর্শনার্থীরা দারুণভাবে ফুল উৎসব উদ্‌যাপন করতে পারবেন।

প্রতিদিন ৫০ টাকার টিকিট কেটে উৎসবে প্রবেশ করা যাবে। অনলাইনে https://dcparkchattogram.com/web/ সাইট-এ প্রবেশ করে টিকিট ক্রয় করা যাবে। পারবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email