এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করার পর নির্বাচনী তহবিলে সংগৃহীত ‘ক্রাউড ফান্ডিং’ বা গণ-অনুদান নিয়ে বড় ঘোষণা দিলেন আলোচিত নেত্রী ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, দল ত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্তে যারা একমত নন, তাঁদের অনুদানের টাকা যথাযথ প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে।
শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন। তাসনিম জারা বর্তমানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন।
মনোনয়ন বাতিল ও আপিলের প্রস্তুতি: ঢাকা-৯ আসনে জমা দেওয়া তাসনিম জারার মনোনয়নপত্রটি সম্প্রতি যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা বাতিল ঘোষণা করেছেন। তবে এ সিদ্ধান্তে দমে না গিয়ে তিনি উচ্চপর্যায়ে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন।
ভিডিও বার্তায় তিনি সমর্থকদের আশ্বস্ত করে বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। আমার আইনজীবীর মতে, আপিলে জয়ী হওয়ার মতো আমাদের কাছে পর্যাপ্ত আইনি নজির ও শক্ত যুক্তি রয়েছে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব থাকাকালীন তাসনিম জারা নির্বাচনের জন্য জনসাধারণের কাছ থেকে অনুদান সংগ্রহ করেছিলেন। হলফনামার তথ্য অনুযায়ী, তিনি এ পর্যন্ত প্রায় ৪৬ লাখ ৯৩ হাজার টাকা সংগ্রহ করেছেন।
দল ত্যাগের পর অনেক দাতা টাকা ফেরত চাওয়ায় তিনি স্পষ্ট জানান, এখন পর্যন্ত ২০৫ জন দাতা বিকাশ বা অন্যান্য মাধ্যমে পাঠানো টাকা ফেরত চেয়েছেন। তাঁদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। যারা আরও টাকা ফেরত চান, তাঁদের জন্য ভিডিওর ক্যাপশন ও কমেন্টে একটি নির্দিষ্ট ফর্মের লিংক দেওয়া হয়েছে।
তাসনিম জারা জোর দিয়ে বলেন, প্রত্যেকের টাকা ফেরত যাবে। এটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।
উল্লেখ্য, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি নির্বাচনী জোট করার সিদ্ধান্ত নিলে তার প্রতিবাদে দল থেকে পদত্যাগ করেন তাসনিম জারা। নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিশ্রুতি দিয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচনের ঘোষণা দেন।







