
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিনের দায়ের করা আপিল খারিজ করেছেন প্রধান নির্বাচন কমিশনার।
জানা গেছে, গত ১৮ জানুয়ারি অনুষ্ঠিত শুনানিতে নির্বাচন কমিশন সরওয়ার আলমগীরের বিরুদ্ধে আনা ঋণ খেলাপি ও হলফনামায় তথ্য গোপনের অভিযোগ পর্যালোচনা করে তা ভিত্তিহীন হিসেবে খারিজ করেন।
এর আগে, গত ৯ জানুয়ারি জামায়াত প্রার্থী অধ্যক্ষ মো. নুরুল আমিন সরওয়ার আলমগীরের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।
নির্বাচন কমিশনে অনুষ্ঠিত শুনানিতে উত্থাপিত অভিযোগসমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা শেষে কমিশন সরওয়ার আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করে তা বহাল রাখেন।
শুনানিতে সরওয়ার আলমগীরের পক্ষে সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল মাহমুদ ফযেজীসহ একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ বলেন,“জামায়াত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন কর্তৃক দায়ের করা আপিল শুনানি শেষে নির্বাচন কমিশনের আপিল বোর্ড না মঞ্জুর করেছেন এবং সরওয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে বহাল রেখেছেন।”
এ বিষয়ে প্রতিক্রিয়ায় সরওয়ার আলমগীর বলেন,“আমি শুধু বলব—আলহামদুলিল্লাহ। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।”







