মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়-তারেক রহমান

মিটিং-মিছিল আর দোষারোপের রাজনীতি নয়-তারেক রহমান

দেশ গড়তে রাষ্ট্রীয় সংস্কারের পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক প্রয়োজনে কাজ করতে চায় বিএনপি। রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ না রেখে আগামী দিনের রাজনীতিকে মানুষের কল্যাণে উৎসর্গ করতে চায় দলটি।

সোমবার বিকেলে যশোরের ‘অ্যালবেনিজম’ রোগে আক্রান্ত শিশু আফিয়াকে প্রতিশ্রুতি অনুযায়ী ‘নতুন ঘর হস্তান্তর’ অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি লন্ডন থেকে এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

গ্রামীণ অর্থনীতি ও পানি ব্যবস্থাপনা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ জনপদকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হবে। পানির কষ্ট দূর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু করা ঐতিহাসিক ‘খাল কাটা কর্মসূচি’ আবারও চালু করার প্রতিশ্রুতি দেন তিনি।

তৃণমূলের জন্য স্বাস্থ্য সেবা ও কর্মসংস্থান স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে একটি বড় পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, মানুষ যাতে ঘরে বসে মৌলিক চিকিৎসা সেবা নিতে পারে, সেজন্য তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হবে, অন্যদিকে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি হবে।

নারী উন্নয়ন ও ধর্মীয় গুরুদের জন্য বিশেষ উদ্যোগ দেশের শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, নারীরা যাতে স্বাবলম্বী হয়ে দেশকে এগিয়ে নিতে পারে, সেই পরিবেশ তৈরি করা হবে। পাশাপাশি সমাজের অবহেলিত মসজিদের ইমাম, খতিবসহ বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনার অঙ্গীকার করেন তিনি।

ঘর পেয়ে আবেগাপ্লুত পরিবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে এই অনুষ্ঠানে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন ঘর পেয়ে শিশু আফিয়ার মা মনিরা খাতুন আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বিএনপি চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email