‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই’

‘নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই বলে স্পষ্টভাবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নির্বাচনে জনগণ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলে সরকার আশাবাদী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভারের রেডিও কলোনি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ বেতার বাস্তবায়িত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এই বহিরাঙ্গন অনুষ্ঠান আয়োজন করা হয়।
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত

তথ্য উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনে জনগণ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করবে। তার ভাষায়, এই রায়ের মাধ্যমেই ভবিষ্যতে দেশে স্বৈরাচারী শাসনের ফিরে আসার পথ বন্ধ হয়ে যাবে।

অনুষ্ঠানে গণভোট ২০২৬, নারী ও শিশুদের অধিকার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা ও উপস্থাপনা করা হয়।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ও প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াসীন, যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ এবং বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email