শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

সিলেটে পৌঁছে হযরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার রাত ৮টার পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে মাজারের উদ্দেশে রওনা হন তিনি। পরে সেখানে পৌঁছান রাত সোয়া ৯টার দিকে তিনি মাজার জিয়ারত করেন।

শাহজালালের (রহ.) মাজার থেকে খাদিমনগরে হয়রত শাহ পরাণের (র.) মাজারে যাবেন তারেক রহমান। দুই মাজার জিয়ারতের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুর প্রয়াত মাহবুব আলী খানের বাড়িতে যাবেন তিনি।

এর আগে সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে তিনি গুলশানের বাসভবন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তিনি। বিএনপির মিডিয়া সেলে এ তথ্য জানানো হয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email