৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

৭ জেলায় নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার প্রথম দিনে টানা ১৬ ঘণ্টা সফর করে ঢাকায় ফিরেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই সময়ের মধ্যে তিনি দেশের সাতটি জেলায় নির্বাচনী জনসভায় অংশ নেন। এসব সমাবেশে তিনি ধানের শীষের প্রার্থীর পাশাপাশি জোটগতভাবে আসন সমঝোতা হওয়া প্রার্থীদের পক্ষেও ভোট প্রার্থনা করেন।

নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠন করলে সারাদেশে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে। এ ছাড়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য রাষ্ট্রীয় সম্মানী ভাতার ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি।

১৬ ঘণ্টার ঝটিকা সফর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১২টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জনসভার মাধ্যমে তার নির্বাচনী সফর শুরু হয়। এরপর পর্যায়ক্রমে বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ এবং রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বক্তব্য রাখেন তিনি।

রাত বাড়ার সাথে সাথে জনসভাগুলোতে নেতাকর্মীদের ভিড় আরও বাড়তে থাকে। রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব এবং রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সর্বশেষ ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গাউসিয়ায় দিনের শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন তিনি। শেষ দিকের সমাবেশগুলোতে ভোররাত পর্যন্ত অপেক্ষমাণ নেতাকর্মীদের কাছে তিনি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন।

মিডিয়া সেলের তথ্য বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, টানা ১৬ ঘণ্টা সফর ও সাতটি সফল সমাবেশ শেষে তারেক রহমান ঢাকায় নিজ বাসভবনে ফিরেছেন। প্রতিটি জেলাতেই পথে পথে বিপুলসংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে।

পরবর্তী কর্মসূচি বিএনপির মিডিয়া সেল থেকে আরও জানানো হয়েছে, আজ শুক্রবার তারেক রহমান তাঁর নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭-এর ভাসানটেক বিআরবি ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email