তারেক রহমানের কাছে তিন দাবি তুলে ধরলেন সাঈদ আল নোমান

তারেক রহমানের কাছে তিন দাবি তুলে ধরলেন সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমান দলটির চেয়ারম্যান তারেক রহমানের কাছে তিনটি দাবি তুলে ধরেছেন।

এসব দাবিকে জনদাবি উল্লেখ করে বলেন, এসব বাস্তবায়ন হলে চট্টগ্রাম শহরের উন্নয়ন অগ্রযাত্রা বহুগুণে এগিয়ে যাবে। একইসঙ্গে খালেদা জিয়ার ঘোষিত বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষ আর কোনো দিক থেকে পিছিয়ে থাকবে না।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির জনসমাবেশে ১৬টি আসনের সংসদ প্রার্থীদের বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, ২০১২ সালে আমরা এই মাঠে প্রমাণ করেছিলাম আমরা বেগম খালেদা জিয়াকে কতো ভালোবাসি। ১৯৮৭ সালের ৪ নভেম্বর মরহুমা বেগম খালেদা জিয়াকে আপনাদের একজন আব্দুল্লাহ আল নোমান আপসহীন নেত্রী উপাধি দেন। যিনি সৌভাগ্যক্রমে আমার পিতা। কিন্তু তিনি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান।

তিনি বলেন, আমি তার একজন সন্তান হিসেবে ও রাজনৈতিক শীষ্য হিসেবে বলতে চাই, আমাদের নেতা তারেক রহমানের কাছে চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আমাদের তিনটি দাবি। এগুলো হলো—এক, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করা, অর্থাৎ উন্নয়নের মাধ্যমে সেটি বাস্তবায়ন করা। ২০০৩ সালে ম্যাডাম বাণিজ্যিক রাজধানী ঘোষণা করেছিলেন। দ্বিতীয় হলো, শিক্ষা ও স্বাস্থ্য নামক দুটি স্তম্ভের উপর দাঁড়িয়ে বাংলাদেশের ভবিষ্যৎ। সে বিষয়ে তারেক রহমান প্রস্তুতি নিয়েছেন। তার পলিসি টিম কাজ করছে। তৃতীয় হলো, দুর্নীতির বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকতে হবে। অতীতে যেকোনো কারণে আমরা সেটি নিতে পারিনি।

তিনি আরও বলেন, আমরা বলব, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে পারলে কোনো দুঃখ আর এই চট্টগ্রামে থাকবে না।

সমাবেশে তিনি বলেন, আজকে এখানে আসতে পেরেছি তারেক রহমানের কারণে। আমাদের নেতা তারেক রহমানকে আমরা বীরের বেশে পেয়েছি। আমি বিশ্বাস করি ১২ তারিখ আমরা আপনাকে সর্বোচ্চ, সর্বস্ব দিয়ে জয় নিয়ে আসব। ইনশাল্লাহ সেটি স্মরণীয় হয়ে থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email