
চট্টগ্রামকে আধুনিক, পরিকল্পিত ও আন্তর্জাতিক মানের নগরীতে রূপান্তরের অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১০ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, “চট্টগ্রাম শুধু বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নয়, এটি হতে পারে দক্ষিণ এশিয়ার একটি বিশ্বমানের শহর। সঠিক পরিকল্পনা, টেকসই অবকাঠামো উন্নয়ন ও নাগরিক সেবার মানোন্নয়নের মাধ্যমে আমি সেই লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।”
আজ ২৭ জানুয়ারি দুপুর ২:৩০ মিনিটে নগরীর খুলশী বিজিএমইএ মাঠে থেকে শুরু করে সর্দার বাহাদুর নগর, ঝাউতলা বাজার, নালাপাড়া, টিকেট বিল্ডিং, আমবাগান বাস্তুহারা, টাইগার পাস কলোনী সহ ১৩ নম্বর ওয়ার্ডস্থ বিভিন্ন সড়ক গণসংযোগ করেন।
সাঈদ আল নোমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করে চট্টগ্রামকে একটি আধুনিক ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসা পেলে আমি চট্টগ্রামবাসীর পাশে থেকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত নগরী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাবো।”







