চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টা, তিনজন আটক

চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টা, তিনজন আটক

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এলাকা (কেপিআই) চট্টগ্রাম বন্দরে বুধবার (২৭ আগস্ট) অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় তিনজনকে আটক করা হয়েছে। বন্দরের নিরাপত্তা বিভাগ তাদেরকে বন্দর থানায় সোপর্দ করেছে।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, সকাল সাড়ে আটটার দিকে ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরার সময় মো. মাহফুজ শেখকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি বিদেশগামী জাহাজে অবৈধভাবে ঢুকে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বন্দরে প্রবেশ করেছিলেন। মাহফুজের কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, খাবারসহ একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জের মাকসুদপুরের বোয়ালিয়ার শেখবাড়ির টুকু শেখের ছেলে।

এছাড়া, ভোররাতে বন্দরের ১ নম্বর গেটে গাড়ির নিচ দিয়ে মালামাল চুরির উদ্দেশ্যে প্রবেশের সময় মো. আবুল খায়েরকে আটক করা হয়। তিনি নোয়াখালীর সেনবাগের গোপালপুরের মো. হানিফের ছেলে।

বেলা সোয়া দুইটার দিকে জিসিবি-২ নম্বর গেট দিয়ে অন্য আরেকজন মেহেদি হাসান লাবলুকে আটক করা হয়। তিনি খাগড়াছড়ির মানিকছড়ির মহামুনি পাড়ার মো. রফিকুল ইসলামের ছেলে। তার ব্যবহৃত প্রবেশ পাসটি তার মামা শফিকুল ইসলামের নামে ছিল, যিনি কিছুদিন আগে মারা গেছেন।

মো. ওমর ফারুক বলেন, ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগ সবসময় বিভিন্ন গেট, শেড এবং ইয়ার্ডে দায়িত্ব পালন ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে। বুধবারের এই অভিযানও সেই ধারাবাহিকতার অংশ।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email