সাতকানিয়ায় পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিলনমেলা সম্পন্ন

সাতকানিয়ায় পৌরসভার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মিলনমেলা সম্পন্ন

তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করতে সাতকানিয়া পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে মিলন মেলা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট ) সকালে পৌরসভা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাতকানিয়া মডেল হাই স্কুল মাঠে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, এর সঞ্চালনায় এবং সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন মহির ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম, সাবেক জেলা বিএনপির সদস্য নবাব মিয়া, লোকামন হাকিম মানিক, জসিম উদ্দিন আব্দুল্লাহ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ মোস্তাক, সাবেক ছাত্র নেতা আবু তাহের (বিএসসি), উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমুদুর রহমান সিকদার, সাবেক সহ সভাপতি মোহাম্মদ সেলিমুল ইসলাম, সাবেক সহ সভাপতি বশির উদ্দিন, সাবেক ছাত্রনেতা আবদুল কাইয়ূম, তসলিম উদ্দিন চৌধুরী. পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক. পৌরসাভ বিএনপি নেতা ফেরদৌস বাহার উদ্দিন বুলু, আনোয়ার, ফখরুল ইসলাম, আবুতালেব, মোরশেদুল আলম টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, জেলা বিএনপি নেতা এডভোকেট এরশাদুর রহমার রিটু, জেলা যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ শফি, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদু সবুর, পৌরসভা বিএনপি নেতা নেতা তৌহিদ, জেলা যুবদলের সহ-সম্পাদক আব্বাস উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, ইফতেখার সম্রাট, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদু সবুর, সহ সাংগঠনিক সম্পাদক শাহ এমরান, উপজেলার যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস, সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিজান, যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, আবদু ছবুর, জেলা ছাত্রদলে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেদ, আনিস আরাফাত সহ প্রমূখ।

এসময়ে প্রধান অতিথি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন তার বক্তব্যে বলেন , সাতকানিয়া ও লোহাগাড়ায় বিএনপি খুবই শক্তিশালী। সাতকানিয়া ও লোহাগাড়াকে বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণ করে দিতে হবে। আসন্ন নির্বাচনে ঐ সমস্ত দলগুলোকে পরাজিত করে ছাড়তে হবে। এ ব্যাপারে আমাদের মন অনেকটা আশাবাদী। তাই প্রতিটা পাড়া-মহল্লায় তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে। নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে বিএনপি বিজয় ছিনিয়ে আনবে।

বিশেষ অতিথি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন বলেন, আমরা সবাই তারেক রহমানের সমর্থক। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আমরা ধানের শীষকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারব। আমরা যদি ধানের শীষকে জয়যুক্ত করতে না পারি তাহলে আগামী পাঁচ বছর অনন্য ঐ সমস্ত দলগুলোর কাছে আমাদের কষ্ট পেতে হবে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়েছি। দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মী গুম ও খুন হয়েছে। আমাদের এই সব কিছু মনে রাখতে হবে, অতীতের কথা ভুলে গেলে চলবে না। আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে আমাদের।

হাজী রফিকুল আলম বলেন, বিএনপি মানে আমাদের কলিজার স্পন্দনের একটি দল। আমরা দল করি না শুধু, আমরা করি বাংলার জনগণের ভালোবাসার রাজনীতি ও দল। আমরা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শের রাজনীতি করি। আমরা দেখিয়ে দিতে চাই জনগণের ভালোবাসা টা কি জিনিস। আগামী নির্বাচনে ধানের শীর্ষ প্রতীক হবে জনগণের ভালোবাসার প্রতীক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email