বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

বিতর্কের মাধ্যমে যুক্তিবাদী সমাজ গড়তে হবে: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “গণতন্ত্রের বিকাশে যুক্তিবাদী প্রজন্ম গড়ে তোলা অত্যন্ত জরুরি। আর সেই যুক্তিবাদী প্রজন্ম গড়ে তুলতে বিতর্কের কোনো বিকল্প নেই। বিতর্ক তরুণদের চিন্তাশক্তিকে সমৃদ্ধ করে, যুক্তিকে প্রাধান্য দিতে শেখায় এবং সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।”

উৎসবমুখর পরিবেশে রোববার দুপুরে থিয়েটার ইনস্টিটিউট প্রাঙ্গণে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হওয়া জিএমএইচএসডিএস ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল ২০২৫
প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মেয়র ডা. শাহাদাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “যারা বিতর্কে অংশ নেয়, তারা অন্যায়-অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখে। বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি একটি জীবনমুখী শিক্ষা।”

দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই উৎসবে ১৮ টি স্কুল আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ও ১৪টি কলেজ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গভ: মুসলিম হাই স্কুল, চট্টগ্রাম এর প্রধান শিক্ষক মোরশেদুজ জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপ্রধান রমেশ্বর দাশ, মুসলিম হাই স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি শাহ আলম বাবুল, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র সভাপতি সাইফুদ্দীন মুন্না,চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহবায়ক সাফরাশ নূরী সিজ্জি । আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মুখোমুখি হয় হাজেরা তজু ডিগ্রি কলেজ। এর মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ চ্যাম্পিয়ন এবং হাজেরা তজু ডিগ্রি কলেজ রানার্সআপের গৈরব অর্জন করে। আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে ডাঃ খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয় মুখোমুখি হয় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এর মধ্যে চ্যাম্পিয়ান হয় ডাঃ খাস্তগির বালিকা উচ্চ বিদ্যালয়। এবং রানার্সআপ হয় অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email