মাত্র ৩০ দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর সহিংসতা বেড়েছে তিন গুণ

মাত্র ৩০ দিনের ব্যবধানে সাংবাদিকদের ওপর সহিংসতা বেড়েছে তিন গুণ

চলতি আগস্ট মাসে সারাদেশে ১০১ জন সাংবাদিক বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছেন—যার মধ্যে রয়েছে হত্যা, হামলা, আইনি হয়রানি, চাকরিচ্যুতি ও হুমকি। জুলাই মাসে এই সংখ্যা ছিল ৩৫। অর্থাৎ এক মাসের ব্যবধানে সহিংসতা বেড়েছে প্রায় তিন গুণ।

রোববার (৩১ আগস্ট) রাতে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের মাসিক মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়—

আগস্টে ৩৩টি ঘটনায় ৯৬ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ জনকে হত্যা, ৩৬ জনকে আইনি হয়রানি, ২৩ জনকে আহত এবং ২০ জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন।
১৬ জন সাংবাদিক লাঞ্ছিত ও হুমকির শিকার হয়েছেন। হামলার ঘটনায় পুলিশ, বিএনপি, সন্ত্রাসী গোষ্ঠী, চোরাকারবারি, শিক্ষক, এনজিওকর্মী ও দুষ্কৃতকারীদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

এছাড়া প্রতিবেদনে বলা হয়—

আগস্টে কারা হেফাজতে ১০ জনের মৃত্যু হয়েছে। রাজনৈতিক সহিংসতায় ৫৪৯ জন হতাহত, এর মধ্যে ২ জন নিহত।
সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন নিহত ও একজন আহত হয়েছেন।
মাসজুড়ে দেশে ৬৫টি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়।
নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩৪৯টি, এর মধ্যে ধর্ষণ ৪৭, সংঘবদ্ধ ধর্ষণ ১৯ ও ধর্ষণ-পরবর্তী হত্যা ৪টি।
অন্তত ৩৮টি গণপিটুনিতে ২৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।
এমএসএফ বলছে, সাংবাদিকদের উপর এ ধরনের ধারাবাহিক হামলা কেবল গণমাধ্যম নয়, গোটা গণতান্ত্রিক সমাজকেই বিপর্যস্ত করছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email