
ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার জজ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির।
ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন মাননীয় চেম্বার জজ আদালত। আলহামদুলিল্লাহ।
এদিকে আইনজীবী শিশির মনির বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না।
পড়েছেনঃ ৫১