টাইগারদের সামনে দাঁড়াতেই পারল না ডাচরা

টাইগারদের সামনে দাঁড়াতেই পারল না ডাচরা

প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় টি২০-তেও বেশ ভুগেছেন নেদারল্যান্ডসের ব্যাটাররা। নাসুম আহমেদ-মুস্তাফিজুর রহমানদের সামনে ভালোভাবে দাঁড়াতেই পারেননি ডাচরা। তাদের টপ অর্ডার ভেঙে যায় তাসের ঘরের মতো। শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা লড়াই করলে কোনোরকমে একশ’ পেরিয়ে অলআউট হয় সফরকারীরা।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭ ওভার ৩ বলে ১০৩ রান করে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেছেন আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার নাসুম।

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল‍্যান্ডস: ১৭ ওভারে ১০৩ (ও’ডাউড ৮, ভিক্রামজিৎ ২৪, নিদামানুরু ০, এডওয়ার্ডস ৯, শারিজ ১২, ক্রোস ২, জুলফিকার ২, ক্লেইন ৪, প্রিঙ্গল ১৬, আরিয়ান ৩০, ফন মিকেরেন ৩, ডোরাম ২*; মেহেদি ৩.৩-০-২৪-১, তাসকিন ৪-০-২২-২, নাসুম ৪-০-২১-৩, তানজিম ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩-০-১৮-২)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email