“বিএনপির জন্মলগ্ন থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে”- লায়ন হেলাল উদ্দীন

“বিএনপির জন্মলগ্ন থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে”- লায়ন হেলাল উদ্দীন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় কালাবিবির মোড়ে চায়না রোড এলাকায় জমায়েত হয়ে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাতরী চৌমুহনী বাজারে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন মাষ্টার রফিক, সরওয়ার হোসেন মাসুদ, জাগির আহমেদ, দিল মোহাম্মদ মন্জু, এম. মনসুর উদ্দিন, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মোজাম্মেল হক, জামাল উদ্দিন আনসারী, মোঃ কাশেম, মোঃ জাহাঙ্গীর, রফিক ডিলার, মোস্তাক আহমেদ, আবদুল মঈন চৌধুরী ছোটন, ফরিদুল আলম মিল্টন, ইউচুপ মাষ্টার, আবদুল হক, মোহররম আলী, ইসমাইল তালুকদার, মোঃ লোকমান, মোঃ লিয়াকত, মোঃ আকতার, মোঃ সাদেক, মোঃ ইদ্রিস, আবু সালেহ, মামুন খান, বিএনপি নেতা নুরুল হুদা, মোঃ নাছির, দিদার, টিপু চৌধুরী, মোজ্জামেল হক, মোঃ ফেরদৌস, ইলিয়াস, শাহজাহান, ছৈয়দ, মিজানসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের হাজারো নেতাকর্মী।

“বিএনপির জন্মলগ্ন থেকে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে”- লায়ন হেলাল উদ্দীন

প্রধান অতিথির বক্তব্যে লায়ন হেলাল উদ্দীন বলেন,
বিএনপি জন্মলগ্ন থেকে দেশের জনগণের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল বারবার গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার রক্ষা ও স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সংগ্রাম করেছে। বর্তমান সময়ে দেশ গভীর রাজনৈতিক সংকটে রয়েছে। সাধারণ মানুষ আজ বাকস্বাধীনতা থেকে বঞ্চিত, ভোটাধিকার হরণ করা হয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে এই দমন-পীড়ন, স্বৈরশাসন ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন,বিএনপি গণমানুষের দল। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email