কক্সবাজারে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের শৈবাল পয়েন্টের ঝাউবাগান থেকে সাংবাদিক মোহাম্মদ আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মোহাম্মদ আমিন উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা এবং কক্সবাজারের একটি দৈনিক পত্রিকা, প্রাণের বাংলাদেশের সংবাদকর্মী ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয়রা ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান বলেন, “ঝাউগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মৃত্যুর মাত্র এক সপ্তাহ আগে মোহাম্মদ আমিন একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন। সেখানে তিনি উখিয়া থানা ও সদ্য বদলি হওয়া ওসি মো. আরিফের বিরুদ্ধে নিরীহ মানুষকে হয়রানি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তোলেন। ভিডিওতে আমিন বলেন, তার ছোট ভাই কোনো রাজনৈতিক দলের কর্মী নন, তিনি একজন খেটে খাওয়া ডাম্পার চালক। পুলিশ তাকে না পেয়ে তার ছোট ভাইকে ধরে নিয়ে যায়।
ওসি আরিফ বর্তমানে কক্সবাজারের রামু থানার ওসি হিসেবে কর্মরত আছেন।

আমিন আরও অভিযোগ করেন যে, সংবাদ প্রকাশের কারণে পুলিশ তাকে হয়রানি করে আসছিল এবং সাজানো মিথ্যা মামলায় আটক করার চেষ্টা চলছিল। এই কারণে তিনি বাড়িতেও থাকতে পারছিলেন না। তিনি বলেন, সাধারণ মানুষের আশ্রয়স্থল পুলিশ, কিন্তু তারা যদি এভাবে হয়রানি করে বা মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করে, তা সত্যিই দুঃখজনক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email