বিড়ালের সাথে তারেক রহমানের খুনসুটির ছবি পোস্ট

বিড়ালের সাথে তারেক রহমানের খুনসুটির ছবি পোস্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফের প্রিয় বিড়ালের সঙ্গে ছবি প্রকাশ করেছেন।

রোবার ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যায়, কম্পিউটারে কাজ করতে করতে তিনি বিড়ালকে আদর করছেন। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ছবিটি ভাইরাল। দলীয় নেতাকর্মীরা সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত।

বিশেষজ্ঞরা বলছেন, ‘বিড়ালপ্রীতি’ কোমলতা ও জনবান্ধবতার প্রকাশ। এ ছাড়াও বাংলায় ‘বিড়ালের মতো চলাফেরা’ বলতে গোপনীয় বা কৌশল বোঝানো হয়। কৌশলগত পদক্ষেপের একটি অংশ হিসেবে বিড়ালকে প্রতীকী ধরা হয়ে থাকে।

তারেক রহমানের বিড়ালের ছবি রাজনৈতিক বার্তারই কোনো অংশ কি? তিনি কী বার্তা দিচ্ছেন, তা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা।

অবশ্য, রাজনীতিবিদদের বিড়ালপ্রীতি নতুন নয়। পৃথিবীর বিভিন্ন দেশে খ্যাতনামা রাজনীতিকদের বিড়াল বা কুকুরের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কিংবা কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন উদাহরণ তৈরি করেছেন। তাদের মতে, এ ধরনের ছবি সফট পাওয়ার পলিটিক্সের প্রতীক।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email