হংকংকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

হংকংকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

এশিয়া কাপের টুয়েন্টি সংস্করণে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ জয়ের সঙ্গে শুরু করেছে। অতীত রেকর্ডে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স ততটা সুখকর ছিল না, তবে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই দুই ‘জুজু’কে জয় করে টাইগাররা দুর্দান্ত শুরু দিয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে হংকং ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ১৭.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। ব্যাট হাতে সর্বোচ্চ ৫৯ রান করেন অধিনায়ক লিটন দাস।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন লিটন। শুরুতে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের বোলিংয়ে হংকং ব্যাটসম্যানরা কিছুটা চাপে পড়েন। দ্বিতীয় ওভারে তাসকিনের উইকেটে দলের রান ৩০/২ হয়, পরে তানজিম পঞ্চম ওভারে বাবর হায়াতকে বোল্ড করেন।

মাঝের ওভারগুলোতে হংকংয়ের নিজাকাত খান ও জিশান আলি ৪১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এরপর নিজাকাত ও অধিনায়ক ইয়াসিম মুর্তাজা ৩৪ বলে ৪৬ রান যোগ করে বাংলাদেশি বোলারদের ওপর চাপ সৃষ্টি করেন। তবে শেষ কয়েক ওভারে তাসকিন, রিশাদ হোসেন ও তানজিম সাকিব ২টি করে উইকেট নিয়ে হংকংয়ের রানগতি কমিয়ে ২০ ওভারে ১৪৩ রানে থামিয়ে দেন।

জবাবে বাংলাদেশ ১৪৪ রানের লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে। পারভেজ হোসেন ও তানজিদ হাসান প্রথম ওভারে ৯ রান যোগ করে দলকে ইতিবাচক সূচনা দেন। পারভেজ ১৯ ও তানজিদ ১৪ রানে আউট হওয়ার পর উইকেটে আসেন অধিনায়ক লিটন দাস। লিটন এবং তাওহিদ হৃদয় জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যান।

এই ইনিংসে লিটন দাস আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ওঠেন। এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এলবিডব্লিউ আউট দেওয়া হলেও রিভিউতে তিনি ‘লাইফ’ পান। এরপর লিটন তার ইনিংসকে বড় করেন এবং দলকে জয়ের মুখ দেখান।

বাংলাদেশের এই জয় দলের আস্থা আরও বাড়িয়ে দিয়েছে এবং এশিয়া কাপ অভিযানকে শক্তিশালী সূচনা দিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email